সে যে চলে গেল আজ,
আমায় আঁধারে ফেলে,
সেই আলোর রোশনাই...
খুজে বেরাই যাকে চোখ মেলে ||
তার-ই নাম লেখা শুধু,
এই জীবন খাতায়....
অজস্রো পাতা ভরেছি...
শুধু তার-ই কথায় ||
আজ ও ফিরবে সে জানি,
আছি শুধু তার-ই অপেক্ষায়...
.
সময় বয়ে যায় তবুও,
থাকবে তুমি-ই ভাবনায়....
~ নয়নিকা
No comments:
Post a Comment